About
গ্রামের বিবরণ :
সুজলা সুফলা শষ্য-শ্যামলা সবুজে ঘেরা সুন্দর একটি ছোট্ট গ্রাম । আনন্দ , হাসি-খুশি , মানুষে মানুষে সুসর্ম্পকের প্রমান পাওয়া যেন গ্রামটিতে । গ্রামের চারদিকে তাকালে আত্মা হয়ে ওঠে সতেজ । । গ্রামের প্রথম ফটক জুড়ে সৌন্দর্যের সব নিদর্শন । গ্রামের প্রথম ফটকে রয়েছে একটা ছোট্ট ব্রীজ , হাতের ডান দিকে রয়েছে ছোট্ট একটি বীল , বামে রয়েছে সবুজ ক্ষেত । প্রধান ফটক থেকে ১০ গজ দূরে হাতের বাম দিকে ঈদগাহ মাঠ ও ডান দিকে কালিমন্দীর অবস্থিত । গ্রামটি আয়তনে ছোট হলেও চারটি পারা/মহল্লা নিয়ে গ্রামটি গঠিত । গ্রামে দুইটি সম্প্রদায়ের লোকের বসবাস । যথা : (১) মুসলিম (২) হিন্দু ।গ্রামটির নামকরণ সম্পর্কে তেমন সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি । তবে প্রবীণদের কাছে থেকে যে তথ্যটি পাওয়া যায় সেখানেও দ্বিমত প্রশন করেন অনেকে । বলা হয়ে থাকে এখানকার হিন্দু পাড়াতে কোনো একসময় বামনদের বসবাস ছিল আর সেই সূত্র ধরেই নামকরণ । আবার , কেউ বলে বামুনিয়া বীলে অধীক পরিমাণে বাইম মাছ পাওয়া যেত আর সেই মাছ সু-স্বাদু হওয়ায় গ্রামের নামটি বামুনিয়া রাখা হয়েছে ।
পেশা :
গ্রামটিতে ৬৫% ভাগ লোকের পেশা কৃষি তবে এখানে মাছ চাষ অন্যতম একটা পেশা ধরা যায়, এছাড়াও নার্সারী ব্যবসা, বাগান ইত্যাদি। গ্রামটিতে কর্মজীবি/চাকুরিজীবি (সরকারী ও বেসরকারী) ২০% । তবে দিন দিন চাকরির বাজার চরা হওয়াতে দেশের বাকি গ্রামগুলোর মতোই বেকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ।
প্রতিষ্ঠান:
গ্রামটিতে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও দুটি ইসলামি ফাউন্ডেশন কতৃক কোরআন শিক্ষা কেন্দ্র এবং একেটি সমাজ সেবা সংস্থা ।
সম্প্রদায়:
গ্রামে দুইটি সম্প্রদায়ের লোকের বসবাস । যথা : (১) মুসলিম (২) হিন্দু । তবে হিন্দু সম্প্রদায় সংখ্যায় কম । এখানে হিন্দু ও মুসলিমের সম্পর্কটা ভাই ভাই । হিন্দুদের এখানে পাল বলে সম্মোধন করা হয় । হিন্দু পাড়াতে প্রবেশ করলে দেখা মেলে হস্তশিল্পের কাজ । বহু বছর ধরেই তারা এটা করে আরছে । কাজের মান ভাল হওয়ায় বেশ ক্ষেতিও রয়েছে ।
বিশেষ ব্যক্তি :
গ্রামে তিন জন বীর মুক্তিযোদ্ধা রয়েছে ।
(১) নাম: মোঃ হাতেমতজ্জামান (ঠান্ডা) ।
(২) আলহাজ্ব মোহাম্মাদ মোস্তাফিজার রহমান (মুঞ্জ)
(৩) আলহাজ্ব মোহাম্মাদ জালাল খাঁ ( অবসর প্রাপ্ত বাংলাদের সেনাবাহিনী )
বামুনিয়া গ্রামের নাম বামুনিয়া গ্রামের কোড ১৮৮০ ইউনিয়ান বালুয়াহাট উপজেলা সোনাতলা ইউনিয়ান ও উপজেলা কোড ৫৮২৬ জেলা বগুরা বিভাগ রাজশাহী দেশ বাংলাদেশ



Comments
Post a Comment