Posts

Showing posts from January, 2021

সুলভ মূল্যে মাটির তৈরি সকল জিনিস পত্র

Image
 সোনাতলা উপজেলার বালুয়াহাট ইউনিয়ানের বামুনিয়া হিন্দু সম্প্রদায়ের মানুষরা তাদের আদিকাল থেকে ঐতিহ্যর সাথে মাটির তৈরি সকল আসবাব পত্রের ব্যবসা করে আসছে সুনামের সাথে । তারা বিভিন্ন স্থান থেকে  এটেল মাটি সংগ্রহ করে মনের মাধুরি মিসিয়ে তৈরি করে সব নান্দনিক জিনিস । মাটির তৈরি আসবাবপত্রই তাদের একমাত্র পেশা ।  তাদের একটা পন্য আজ প্রায় বগুড়া জেলার প্রতিটি আনাচে কানাচে পৌছে গেছে । পন্যটি হয় পাট । কেউ ব্যবহার করতেছে কুপের জন্য আবার কেউ ব্যবহার করতেছে ল্যাটিনের হাউসের জন্য ।  এছাড়াও তাদের তৈরি ছোটদের খেলনা বেশ সৌখিন ও মনো-মুগ্ধকর । তাদের তৈরি বেশ জনপ্রিয় জিনিস পত্র হল : দয়ের শরা, পাট, মাটির পাতিল । এছারাও তাদের রয়েছে অনেক ধরনের পন্য ।  তাদের তৈরি পন্য নিতে যোগাযোগ করুন : Md Sujon Mia মাটির পাটের রিং। দই এর শরা গ্লাস। গাছের টব,খুটি। মাটির যাবতীয় জিনিসপত্র পাইকারী দামে পাওয়া যায়। ক্রয় এর জন্য যোগাযোগ করুনঃ 01717171793